নিজস্ব সংবাদদাতাঃ প্রচণ্ড গরমে নাজেহাল গোটা দক্ষিণবঙ্গ। বেড়েই চলেছে তাপমাত্রা। এবারে এই মর্মে দক্ষিণবঙ্গবাসীকে সতর্ক করল আবহাওয়া দফতর। গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রার রিপোর্টে আতঙ্কের ছবি। গত ২৪ এপ্রিল পশ্চিম মেদিনীপুর-এর তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াল। আগামী ৪ দিন অর্থাৎ ২৮ তারিক পর্যন্ত একই ছবি ধরা পড়বে দক্ষিণবঙ্গের সর্বত্র। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে- এই সময়ে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি আগামী ৪ দিন দক্ষিণবঙ্গবাসীদের খাদ্য সহ একাধিক বিষয়ে সতর্ক করা হয়েছে।