খুন হননি আনিস! পরিবার জানালো রাজ্যের রিপোর্ট 'ভুল'

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
খুন হননি আনিস! পরিবার জানালো রাজ্যের রিপোর্ট 'ভুল'


নিজস্ব সংবাদদাতাঃ আনিস মৃত্যুর রিপোর্টে অসন্তুষ্ট আনিসের পরিবার। আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্ত রিপোর্টকে ‘ভুল’ বলে জানাল আনিসের পরিবার। কলকাতা হাই কোর্টে আনিসের পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সোমবার বলেন, ‘‘রাজ্য এটাকে ‘খুন’ বলছে না। আমরা তা মেনে নিতে পারছি না। এই রিপোর্টে ভুল আছে।’’