নিজস্ব সংবাদদাতাঃ রবিবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সাকে পদত্যাগের নির্দেশ দেয় সে দেশের প্রধান বিরোধী দল এসজেবি। পদত্যাগ না করলে শ্রীলঙ্কার পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ডাকার হুমকি দেন তারা। এবার অনাস্থা প্রস্তাব নিয়ে বড় ঘোষণা করলেন এসজেবি সাংসদ রাজিথা সেনারত্ন। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ডাকলে এসজেবির পাশে থাকবে পার্লামেন্টের ১১৩ জনেরও বেশি সদস্য। যার ফলে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সা অনায়াসেই ক্ষমতাচ্যুত হবেন বলে জানিয়েছেন তিনি।