বাঁকুড়ায় পটশিল্পীদের দুর্দিনে পাশে জেলা পুলিশ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বাঁকুড়ায় পটশিল্পীদের দুর্দিনে পাশে জেলা পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ বাংলার জেলায় জেলায় ছড়িয়ে নানা প্রাচীন ঐতিহ্যবাহী শিল্প।  সেই সব অসাধারণ সৃষ্টি বিশ্ববন্দিত হলেও, অর্থাভাবে, চাহিদার অভাবে, হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে।  তেমনই বাংলার পটচিত্র শিল্প ৷ অতিমারী কেড়ে নিয়েছে পটশিল্পীদের অনেকেরই রুজি রোজগার ৷ মাথায় হাত পড়েছে ভরতপুর সহ পটশিল্প নির্ভর এলাকার মানুষগুলোর।  বাঁকুড়ার পটশিল্পের জনপ্রিয়তা রাজ্যের পরিধি ছাড়িয়ে সারা দেশেও।  পটচিত্রের উপর রাধাকৃষ্ণলীলা থেকে মনসামঙ্গলের কাহিনি তুলে ধরেন শিল্পীরা। এই শিল্পের এখন দুর্দিন। তাই তাঁদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ। পটের সাথী প্রকল্পের মাধ্যমে প্রাচীন পটশিল্পের পুরনো ঐতিহ্য ফিরিয়ে দিতে উদ্যোগ নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ।