নিজস্ব সংবাদদাতাঃ গরমে ফুঁসছে দক্ষিণবঙ্গ। আগামী চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবারই হাওয়া অফিস তার ইঙ্গিত দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকাল ১১টার পর কলকাতাতেও গরম হাওয়া অনুভূত হবে। এর সঙ্গে তাপপ্রবাহের খুব একটা পার্থক্য থাকবে না। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে তবে তাপপ্রবাহের কথা বলে হাওয়া অফিস। এক্ষেত্রে ৪০ না ছুঁলেও তাপমাত্রার পারদ যে ভালই চড়বে, এদিন সকাল থেকেই তা টের পাওয়া যাচ্ছে। বেলা ১টার পর সবথেকে বেশি গরম অনুভূত হবে। সোমবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।