চাষের জমিতে হাতির দাপট, আতঙ্কে এলাকাবাসী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
চাষের জমিতে হাতির দাপট, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ রবিবার রাত প্রায় আটটা নাগাদ ছয়টি দাঁতাল হাতি ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বরাশুলি গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসীরা হাতিগুলোকে লোকালয়ে ঢুকতে বাধা দেয়। লোকালয়ে ঢুকতে বাধা পেয়ে ওই ছয়টি হাতি বোরো ধান চাষের জমিতে গিয়ে তান্ডব শুরু করে। বিষয়টি গ্রামবাসীরা বনদপ্তরকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হুলা পার্টির সদস্য সহ বন দফতরের কর্মীরা। কিন্তু ওই ছয়টি হাতি বোরো ধান চাষের জমিতে দাপিয়ে বেড়ায়। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা। বন দফতরের পক্ষ থেকে ওই হাতিগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গ্রামবাসীদের আশঙ্কা হাতিগুলো রাতে আরও তাণ্ডব চালাতে পারে। ওই এলাকায় প্রতিনিয়ত হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করছে হাতির দল। যার ফলে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। প্রতিদিন সন্ধ্যার পর ওই এলাকায় হাতির দল চলে আসায় কার্যত গৃহবন্দি অবস্থায় থাকতে হচ্ছে গ্রামবাসীদের। প্রচণ্ড গরমেও মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না। মানুষ বিপদে পড়লেও হাতির হামলার আশঙ্কায় রাতের বেলা রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছে গ্রামবাসীরা। যার ফলে বনদপ্তরের পক্ষ থেকে হাতির দলের গতিবিধির ওপর নজরদারি শুরু করা হয়েছে। সেই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।