নিজস্ব সংবাদদাতাঃ নদিয়ার হাঁসখালিতে নাবালিকার ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার আরও তিনজন। ধৃতদের মধ্যে একজন নাবালক। সকলেই মূল অভিযুক্ত ব্রজ গয়ালি ওরফে সোহেলের বন্ধু বলে পুলিশ সূত্রে খবর। রবিবার ধৃতদের রানাঘাট আদালতে তোলা হলে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়। হাঁসখালির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে একটি অডিয়ো রেকর্ড ভাইরাল হয়, সেখানে ধৃতদের মধ্যে দু’জনের কথোপকথন ছিল। সূত্রের খবর, এই তিনজনের বিরুদ্ধে প্রমাণ লোপাট, হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগ ওঠে। এরপরই তাঁদের খোঁজে ছিল তদন্তকারীরা। এই নিয়ে মোট ছ’জনকে গ্রেফতার করা হল এই ঘটনায়। এর মধ্যে ৪ জনকে সিবিআই গ্রেফতার করেছে।