পাখির চোখ পঞ্চায়েত ভোট, পিংলায় ঘুঁটি সাজাতে ব্যস্ত তৃণমূল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পাখির চোখ পঞ্চায়েত ভোট, পিংলায় ঘুঁটি সাজাতে ব্যস্ত তৃণমূল


নিজস্ব সংবাদদাতাঃ একুশের ভোট মিটেছে গত কয়েক মাস আগে। এর মধ্যে আসন্ন পঞ্চায়েত ভোটের দিকে চোখ রেখে পিংলায় বুথস্তর থেকে সংগঠন সাজাচ্ছে তৃণমূল। সংগঠনকে মজবুত করতে ভোকাল টনিক দিলেন পিংলা বিধানসভার কেন্দ্রের বিধায়ক অজিত মাইতি। একুশের বিধানসভা ভোটে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকে বিজেপি, সিপিএম সহ অন্যান্য দলকে হারিয়ে জয়ী হয়েছিলেন বিধায়ক অজিত মাইতি। তবে জিতলেও তুলনামূলকভাবে মার্জিন অনেকটাই কম বলেই ব্যাখ্যা রাজনৈতিক মহলের। বিধানসভা ভোটের সেই ব্যর্থতা ভুলে আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই পিংলায় সংগঠনকে সাজাচ্ছে তৃণমূল শিবির। আজ অর্থাৎ রবিবার, পিংলা বিধানসভার জামনা এলাকায় এক বৈঠকে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বার্তা দিলেন উক্ত বিধানসভা কেন্দ্রের বিধায়ক অজিত মাইতি। জানালেন, ব্লক সহ পঞ্চায়েত প্রধানদের গ্রামে গ্রামে সর্বত্র সংগঠনের ভিত মজবুত করতে হবে। নিয়মিত যোগাযোগ রাখতে হবে কর্মীদের সঙ্গে। নিজেদের মধ্যে রাখতে হবে সুসম্পর্ক। এর পাশাপাশি তিনি জানান, এলাকায় কোন মানুষ যদি কোন কিছু পাওয়ার যোগ্য থাকে তাকে সে ব্যবস্থাও করে দিতে হবে। বিধায়কের আশা, সাংগঠনিক কাজের ধারাবাহিকতা বজায় থাকলে সামনের ভোটে ফলাফল ভালোই হবে।