নিজস্ব সংবাদদাতাঃ 'মিশনঃ ইম্পসিবল' সিনেমা সিরিজের ভক্তদের জন্য সুখবর। এবার আসছে এই সিনেমার সপ্তম অধ্যায়। সিনেমার নাম , 'মিশনঃ ইম্পসিবল ৭'।
এবারের অধ্যায়ে অ্যাকশন ও স্পাইয়ের আরও বেশি ধামাকা দেখতে পাবেন দর্শকরা। সিনেমাটির পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি। সিনেমাটি আগামী বছর ১৪ জুলাই মুক্তি পাবে।