নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কায় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক সংকট। চলতি মাসের শুরুতেই সেদেশের শাসক দলের বিরোধীতা করে বেশ কিছু আইনপ্রণেতা পদত্যাগ করে। এবার তারা একত্রে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সাকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। তা নাহলে শীঘ্রই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ডাকার হুমকি দিয়েছে তারা। উল্লেখ্য , শনিবারই মাহিন্দা রাজাপাক্সে জানিয়েছিলেন, শ্রীলঙ্কায় অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হলেও তিনিই সে দেশের প্রধানমন্ত্রী থাকবেন।