নিজস্ব সংবাদদাতাঃ চরম আর্থিক সঙ্কটে কার্যত ‘দেউলিয়া’ হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। দেশে নেই জ্বালানি তেল, খাদ্যশস্য। এই কঠিন পরিস্থিতিতে শ্রীলঙ্কাকে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে আন্তর্জাতিক মনিটারি ফান্ড। সূত্রের খবর, বিশ্ব ব্যাঙ্ক ও আন্তর্জাতিক মনিটারি ফান্ডের তরফে আর্থিক সাহায্যের পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যেই ভারত, চিন সহ একাধিক দেশের তরফেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।