অতীত থেকে শিক্ষা নিয়ে ১০ টি অ্যান্টি ড্রোন সিস্টেম কিনতে চলেছে বায়ুসেনা

author-image
Harmeet
New Update
অতীত থেকে শিক্ষা নিয়ে ১০ টি অ্যান্টি ড্রোন সিস্টেম কিনতে চলেছে বায়ুসেনা

নিজস্ব সংবাদদাতাঃ অতীত থেকে শিক্ষা নিয়ে ১০ টি অ্যান্টি ড্রোন সিস্টেম কিনতে চলেছে বায়ুসেনা। সাম্প্রতিক সময়ে বারবার জম্মুর আকাশে দেখা মিলেছে রহস্যময় ড্রোনের। এদিকে ড্রোনের বারংবার হামলায় তৈরি হয়েছে উদ্বেগ। গোয়েন্দাদের অনুমান , এই ঘটনায় পাক যোগসাজশ থাকতে পারে। জম্মুতে বায়ুসেনা ঘাঁটিতে যে ড্রোন হামলার ঘটনা ঘটে গিয়েছে, তাতে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারত। ফলে শিক্ষা নিয়ে এবার তড়িঘড়ি বসানো হচ্ছে অ্যান্টি ড্রোন সিস্টেম। উড়ে আসা শত্রুপক্ষের ড্রোন চিহ্নিত করে ধ্বংস করাই হবে ওই যন্ত্রের কাজ। সোমবার কয়েকটি ভারতীয় সংস্থার কাছ থেকে এই সিস্টেম নিতে রিকোয়েস্ট ফর ইনফরমেশনপাঠিয়েছে বায়ুসেনা। ওই যন্ত্রে যাতে শত্রু শিবিরের ড্রোন ধ্বংস হয় এবং আশেপাশের পরিবেশের ন্যূনতম ক্ষতি হয়, সে দিকেও নজর রাখা হচ্ছে। পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত ছোট ড্রোন শনাক্ত করার জন্য ৩৬০ ডিগ্রি কভারেজ পাওয়া যাবে, এমন রাডার থাকবে এই সিস্টেমে।