লছিপুরের শীতলা পুজো নিয়ে কী বললেন মন্দিরের পুরোহিত? দেখুন ভিডিও

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
লছিপুরের শীতলা পুজো নিয়ে কী বললেন মন্দিরের পুরোহিত? দেখুন ভিডিও

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমানঃ পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুরে হচ্ছে মা শীতলার পুজো। 

এবিষয়ে মন্দিরের পুরোহিত দিলীপ কুমার মিশ্র বলেন, "প্রত্যেক বছরের মত এই বছরও লছিপুর এলাকার শতাধিক ভক্তরা মা শীতলা মন্দিরে কলশ স্থাপন করে পাশের এক পুকুর থেকে স্নান করে প্রায় দেড় কিলোমিটার দন্ডি দিয়ে মায়ের পুজো করেন তারফলে ভক্তদের মনকামনা পূর্ণ হয়। স্থানীয়দের এবং পুলিশ প্রশাসনের সহযোগীতায় এই পুজো সম্পন্ন হয়ে থাকে। প্রায় ৫০ বছর ধরে এই পুজো হয়ে আসছে"।