নিজস্ব সংবাদদাতা : কীরিট সোমাইয়ার ওপর শিবসেনা কর্মীদের আক্রমণের ঘটনায় কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ। তিনি বলেন,যে মুম্বই এবং মহারাষ্ট্রে সম্পূর্ণ আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। সেই সঙ্গে আহত সোমাইয়ার একটি ভিডিওও শেয়ার করেছেন ফাডনবীস। ভিডিওতে দেখা যায়, সোমাইয়া গাড়ির ভিতরে বসে ছিলেন। শিবসেনার কর্মীরা আক্রমণ করেছিল বলে অভিযোগ। একটি রিপোর্টে বলা হয়েছে, সোমাইয়া অমরাবতীর সাংসদ নবনীত রানা এবং তার স্বামী বিধায়ক রবি রানাকে গ্রেফতারের পর খার থানায় দেখা করতে গিয়েছিলেন যখন তাকে আক্রমণ করা হয়েছিল। সোমাইয়ার অভিযোগ, শিবসেনা কর্মীরা পুলিশের তত্ত্বাবধানে খার থানার বাইরে তাঁর উপর হামলা চালায়। তিনি বলেন, "পুলিশ শিবসেনার গুন্ডাদের একটি দলকে খার থানার বাইরে জড়ো হতে দেয়, যারা পুলিশের তত্ত্বাবধানে আমার দিকে পাথর ছুঁড়েছিল। আমি আহত হয়েছি, পাথর ছুঁড়তে আমার গাড়ির জানালা ভেঙে গেছে।"