নিজস্ব সংবাদদাতাঃ গতকাল হায়াদ্রাবাদের বিরুদ্ধে মাঠে নেমেছিল আরসিবি। কিন্তু ব্যাট করতে নেমে মাত্র ৬৮ রানে অল আউট হয় ফ্যাফ-রা। বিরাট কোহলি এদিন কোনও রান পাননি। অপরদিকে মাত্র ৫ রানে আউট হয়ে যায় ফ্যাফ ডুপ্লেসি। তবে ৯ উইকেটে হারের পরেও কোনও অনুশোচনা নেই ফ্যাফ-এর। তিনি আরও বলেন, "এই হার নিয়ে আবেগ দেখানো উচিত নয়। অফিসে একটা খারাপ দিনের মতো এটা। এর থেকে শিক্ষা নিতে হবে। অনেক দিনের প্রতিযোগিতা এটা, আমাদের এগিয়ে যেতে হবে।"