নিজস্ব সংবাদদাতাঃ রেডিও অনুষ্ঠান মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে ফের একবার দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'নেহেরু থেকে শুরু করে বাজপেয়ী সকল প্রধানমন্ত্রীর বিষয়ে জানার জন্য একটি প্রধানমন্ত্রী সংগ্রহশালা করা হয়েছে। ইতিহাস নিয়ে দেশবাসীর উৎসাহ বেড়েছে। বহু মানুষ তাঁদের সংগ্রহ বিভিন্ন মিউজিয়ামগুলিতে দান করেছেন।' তিনি আরও বলেন, 'ডিজিটাল লেনদেনে জোড় দেওয়া হয়েছে। ছোট ছোট জায়গাতেও ইউপিআই ব্যবহার হচ্ছে। প্রতিদিন ২০ হাজার কোটির ডিজিটাল লেনদেন হয়। মার্চেই ১০ লক্ষ কোটি টাকার ইউপিআই লেনদেন হয়।'