নিজস্ব সংবাদদাতাঃ
দিল্লির জাহাঙ্গীরপুরি ইস্যু সহ একাধিক বিষয় নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন বর্ষীয়ান এনসিপি নেতা শরদ পাওয়ার। মহারাষ্ট্রের কোলহাপুরে একটি অনুষ্ঠানে বরিস জনসনের ভারত সফরকে নিয়ে বিশেষ করে গুজরাট সফরকে কটাক্ষ করে তিনি বলেন, 'আমি আনন্দিত যে একজন আন্তর্জাতিক নেতা গুজরাট সফর করছেন। তবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর (বরিস জনসন) সর্বশেষ সফর যাই হোক না কেন, সবাইকে গুজরাটে নিয়ে যাওয়া হয়েছিল, অন্য কোনও রাজ্যে নয়। এটা দেখায় যে, দিল্লির শাসকরা অন্য রাজ্যগুলো সম্পর্কে কী ভাবছে।' অন্যদিকে জাহাঙ্গীরপুরি নিয়ে পাওয়ার বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ জাতীয় রাজধানীকে সাম্প্রদায়িক হিংসা রুখতে ব্যর্থ হয়েছেন। যদি দিল্লিতে কিছু ঘটে থাকে তবে বার্তাটি বিশ্বের কাছে পৌঁছে যায়। বিশ্ব কল্পনা করবে যে দিল্লিতে অস্থিরতা রয়েছে।'