দিগবিজয় মাহালী, পিংলাঃ পিংলা ব্লক তৃনমূল কংগ্রেসের ডাকে- বিজেপির জনবিরোধী নিতীর বিরুদ্ধে ধিক্কার সভা ও প্রতিবাদ মিছিল সংগঠিত হোলো পিংলার এগারোমাইল হইতে ডাক বাংলো পর্যন্ত। এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতিপিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সবেরাতি,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য রফিজুল ইসলাম,পিংলা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ চন্ডী চরন সামন্ত সহ দলের শতাধিক কর্মীরা।