জাহাঙ্গীরপুরী মামলা: অভিযুক্তের বয়স নির্ধারণে 'বোন টেস্ট' করবে দিল্লি পুলিশ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জাহাঙ্গীরপুরী মামলা: অভিযুক্তের বয়স নির্ধারণে 'বোন টেস্ট' করবে দিল্লি পুলিশ

নিজস্ব সংবাদদাতা : জাহাঙ্গীরপুরীর ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তের বয়স জানতে 'বোন এজ টেস্ট' করবে দিল্লি পুলিশ। ধৃতদের মধ্যে একজনের একজনের বাবা-মা তাদের সন্তানকে 'নাবালক' বলে দাবি করে দিল্লি হাইকোর্টে আবেদন করার পরে পথ দেখায় হাড়ের পরীক্ষা । আইন অনুযায়ী, পুলিশ শুধুমাত্র কিশোরদের ধরতে পারে, গ্রেফতার করতে পারে না। শনিবার সর্বভারতীয় এক গণমাধ্যমকে নিজেদের সিদ্ধান্তের কথা জানায় দিল্লি পুলিশ। জানা যায়, জাহাঙ্গীরপুরী সহিংসতার মামলায় এখনও পর্যন্ত ২০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং দুই নাবালককে গ্রেফতার করা হয়েছে৷ এক জনের বোন টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাবালক বলে দাবি করা ধৃতের বয়স ১৭ নয় ২১ বলে মনে করছ পুলিশ। এই অভিযুক্তের পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং একটি শংসাপত্রও জমা দিয়েছে। সত্যিটা জানতে তাই ভরসা এখন বোন টেস্ট।