নিজস্ব সংবাদদাতাঃ ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্র। জানা গিয়েছে, শনিবার মহারাষ্ট্রের বিডে জিপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শনিবার লাতুর-অম্বাজোগাই মহাসড়কে একটি ট্রাক ও একটি ক্রুজারের সঙ্গে বড় ধরনের দুর্ঘটনায় সাতজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় আহতদের স্বামী রামানন্দ তীর্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন মহিলা, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে।