নিজস্ব সংবাদদাতাঃ পঞ্জাবে প্লাস্টিক বর্জ্যের দূষণ বন্ধ করতে বড় সিদ্ধান্ত আপ সরকারের। এবার থেকে পঞ্জাবের স্বাস্থ্য দফতরের কোনও সরকারী অনুষ্ঠানে প্লাস্টিক বোতলের ব্যবহার নিষিদ্ধ করা হল। কোনোরকম প্লাস্টিকের ফুল বা ফুলের তোড়াও সরকারী অনুষ্ঠানে ব্যবহার করা যাবে না। পঞ্জাবের স্বাস্থ্য, ডাক্তারি শিক্ষা-গবেষণা এবং পরিবার কল্যান দফতরের পক্ষ থেকে এই বিধি জারি করা হল।