মন্দির ভাঙা নিয়ে রাজনীতি তুঙ্গে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মন্দির ভাঙা নিয়ে রাজনীতি তুঙ্গে

নিজস্ব সংবাদদাতা : রাজস্থানে বুলডোজার দিয়ে মন্দির ভেঙে ফেলার ঘটনায় তুঙ্গে রাজনীতি। বিজেপিকে কাঠগড়ায় তুলে কংগ্রেস বিধায়ক জোহরি লাল মীনা প্রশ্ন তুলেছেন, বিজেপি নেতারা যদি আলওয়ারের মন্দিরটি ভাঙার নির্দেশ না দেয় তবে কেন রাজগড় থেকে পালালো?
বিজেপি ওই শিব মন্দিরটি ৩০০ বছরের পুরনো বলে দাবি করলেও মন্দিরটি ৩০ বছরেরও পুরনো নয় বলে পাল্টা সুর চড়িয়েছেন মীনা। তার বক্তব্য,"যদি বিজেপি কিছু ভুল না করে থাকে তবে তারা কেন রাজগড় ত্যাগ করলো। পৌরসভার কাউন্সিলর বা চেয়ারম্যানকে দেখা যাচ্ছে না।চেয়ারম্যান অর্ডারে স্বাক্ষর না করলে তিনি কেন পালিয়ে গেলেন? চোর পলাতক কিন্তু আমি জনগণের মধ্যেই রয়ে গেলাম।" তার বিরুদ্ধে আনা অভিযোগগুলির পাল্টা বলেছেন,"গত ৩৫ বছর ধরে পৌরসভায় বিজেপি, তারা আমার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারেনি। বিজেপি দ্বারা ধ্বংস করা হয়েছিল, কংগ্রেসের লোকেরা সেখানে ছিল না যদিও এটি পুনরুদ্ধার করা আমাদের কর্তব্য।"