নিজস্ব সংবাদদাতাঃ গতকাল দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের খেলা ছিল। এই খেলায় রাজস্থান ১৫ রানে জয়ী হয়। কিন্তু ম্যাচের শেষের দিকে নো-বল বিতর্কে জড়িয়ে পড়েন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ ও দিল্লির কোচ প্রবীন আমরে। পন্থের আচরণ নিয়ে পিটারসন স্পষ্ট জানিয়ে দেন, "এটা ক্রিকেট, ফুটবল নয়। পন্থ শিশুসুলভ আচরণ করেছে। আমি নিশ্চিত রিকি পন্টিং ওখানে থাকলে এই ধরনের কিছু হত না। মাঠের মধ্যে এ ভাবে এক জনকে পাঠিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলা মোটেই ঠিক নয়। এটা সভ্য মানুষের খেলা। সে ভাবেই খেলা উচিত।"