নিখোঁজ বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল সাঁকরাইল থানার পুলিশ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নিখোঁজ বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল সাঁকরাইল থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের লাউদহ এলাকা থেকে বালিকা মাহাত নামে এক বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে সাঁকরাইল থানার পুলিশ। ওই মহিলার বাড়ি পুরুলিয়া জেলার হুড়া থানার অন্তর্গত খইরিপিহিড়া গ্রামে। বুধবার দিন সাঁকরাইল থানার লাউদহ এলাকায় প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ। গ্রাম থেকে বৃদ্ধাকে উদ্ধার করে সাঁকরাইল থানায় নিয়ে আসে পুলিশকর্মীরা। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি কোথায় তা জানার চেষ্টা করে পুলিশ। ওই বৃদ্ধা পুলিশকে তার বাড়ির ঠিকানা জানায়। বৃহস্পতিবার সাঁকরাইল থানার পুলিশের পক্ষ থেকে পুরুলিয়ার হুড়া থানার মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। ঐ বৃদ্ধার পরিবারের লোকেরা খবর পেয়ে শুক্রবার সাঁকরাইল থানায় আসেন। সাঁকরাইল থানার পুলিশ ওই বৃদ্ধাকে তার পরিবারের হাতে তুলে দেয়। ওই বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে গত দেড় মাস আগে আচমকা বাড়ি থেকে তিনি বেরিয়ে নিখোঁজ হয়ে যান। চারিদিকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। এরপর হুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অবশেষে শুক্রবার সাঁকরাইল থানায় এসে বালিকা মাহাতকে ফিরে পেয়ে তার পরিবারের সকলে খুব খুশি। তার পরিবারের পক্ষ থেকে সাঁকরাইল থানার পুলিশকে ধন্যবাদ জানানো হয়। সাঁকরাইল থানার পুলিশের পক্ষ থেকে ওই বৃদ্ধাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। যার ফলে খুশি তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনেরা।