নিজস্ব সংবাদদাতাঃ স্টার জলসার নয়া ধারাবাহিক ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা'-তে রাজ পুরোহিত ভৈরবনাথের চরিত্রে দেখা যাবে ভাস্কর চট্টোপাধ্যায়কে। তাঁর সাজ অনেকটাই অর্থশাস্ত্র প্রণেতা কৌটিল্যের মতো। মুণ্ডিত মস্তকে লম্বা শিখা। কপালে তিলক। পরনে লাল পট্টবস্ত্র, রুদ্রাক্ষের গয়না। তাঁর এই নয়া লুক প্রশংসিত হচ্ছে ভক্তদের কাছে। এবার খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, 'ন্যায় শাস্ত্রে পারদর্শী। প্রতিটি বিধান কঠিন-কঠোর। চিতোর রাজ্যে আমার বাস। শাক্ত ধর্মে বিশ্বাসী। ফলে, মীরার কৃষ্ণ নাম সহ্য করতে পারি না। তাই ছলে-বলে-কৌশলে তাকে চিতোর থেকে তাড়ানোর আপ্রাণ চেষ্টা করব।চেষ্টা করছি নিজেকে সেই ভাবে তৈরি করে নেওয়ার জন্য '
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=9013
/
https://anmnews.in/Home/GetNewsDetails?p=9010
For more details visit
www.anmnews.in
Follow us at
https://www.facebook.com/newsanm