নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ শনিবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া বাজারে মাওবাদী নামাঙ্কিত পোস্টারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাওবাদী নামাঙ্কিত ওই পোস্টারে লেখা রয়েছে, কিসান জি অমর রহে, এতদিন তৃণমূল খেলেছে জনগণের সাথে, এবার মাওবাদী খেলবে তৃণমূলের নেতার সাথে । সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা মাওবাদী নামাঙ্কিত ওই পোস্টারকে কেন্দ্র করে মানিকপাড়া এলাকায় শনিবার সকালে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টারটি উদ্ধার করে নিয়ে যায়। জঙ্গলমহলে মাওবাদীদের নাশকতার ঘটনা রুখতে রাজ্য প্রশাসন হাই অ্যালার্ট জারি করেছে এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় নাকা চেকিং ও জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ঠিক সেই সময় মানিকপাড়া বাজারে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে ওই এলাকায়। তবে পুলিশের প্রাথমিক অনুমান ওই পোস্টার মাওবাদীদের নয়। কেউ বা কারা এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করতে মাওবাদী নাম দিয়ে ওই পোস্টার দিয়েছে। কারা কি কারণে ওই পোস্টার দিয়েছে তা খতিয়ে দেখার জন্য মানিকপাড়া ফাঁড়ির পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।