নিজস্ব সংবাদদাতাঃ নতুন জল্পনায় উত্তাল বিহারের রাজ্য রাজনীতি। কদিন আগেই শোনা যাচ্ছিল বিহারের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে নীতীশ কুমার রাজ্যসভায় যাচ্ছেন। আর তাঁর জায়গায় রাজ্যে এনডিএর-বড় শরীক বিজেপির কোন নেতা মুখ্যমন্ত্রী পদে বসবেন। সেই জল্পনায় জল ঢেলেছেন নীতীশ। এবার আরও বড় জল্পনা। গতকাল, বিহারের প্রধান দলনেতা তথা লালু পুত্র তেজস্বী যাদবের ডাকা ইফতার পার্টিতে হাজির হন নীতীশ। লালু, রাবড়ির বাড়িতে ডাকা ইফতারে শুধু হাজির থাকাই নয়, তেজস্বীর সঙ্গে খোশমেজাজে গল্প করতে দেখা যায় তাঁকে। লালু পুত্রের সঙ্গে নীতীশের হাসি দেখে অনেকেই বলেছিলেন, এই হাসিটাই গত বেশ কয়েকমাস ধরে উধাও বিজেপি-র সঙ্গে সরকার চালানো নীতীশের। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় জল্পনা। তাহলে কী নীতীশ আগেরবারের মত এনডিএ ছেড়ে আবার মহাগঠবন্ধনে যোগ দেবেন? যে মহাগঠবন্ধনে আছে রাজ্যের দুই প্রধান অবিজেপি দল-আরডেজি, কংগ্রেস সহ বেশ কিছু ছোট স্থানীয় দল। এর আগে মহাগঠবন্ধনের হয়ে রাজ্যের গদিতে বসেছিলেন জেডি (ইউ) প্রধান। তবে নীতীশ কুমার সেসব জল্পনা উড়িয়ে বললেন,"ইফতার পার্টির সঙ্গে রাজনীতি মেলালে ভুল হবে। ইফতারে অনেককেই ডাকা হয়। আমরাও ইফতার পার্টিতে সবাকেই ডাকি। তার মানে সেটাতে রাজনৈতিক ব্যাখা খোঁজা ভুল হবে।"