নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের ইস্তফা, দায়িত্বে সুমন বেরি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের ইস্তফা, দায়িত্বে সুমন বেরি

নিজস্ব সংবাদদাতাঃ ইস্তফা দিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। পরবর্তী ভাইস চেয়ারম্যান হতে চলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ সুমন বেরি। যিনি রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি বিষয়ক টেকনিকাল উপদেষ্টা কমিটি এবং প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। আগামী ১ মে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। কেন্দ্রীয় কর্মিবর্গ দফতরের তরফে জানানো হযেছে, রাজীব কুমারের ইস্তফা গৃহীত হয়েছে। ৩০ এপ্রিল তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। পরদিন থেকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে সুমন বেরির কাজের মেয়াদ শুরু হতে চলেছে। যিনি আন্তর্জাতিক অর্থনীতি এবং আর্থিক নীতির বিশেষজ্ঞ। নয়াদিল্লি সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলোও। তাঁকে নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য হিসেবে নিয়োগের ছাড়পত্র দিয়েছে ক্যাবিনেট কমিটি।