সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা

নিজস্ব সংবাদদাতাঃ  দুটি সরকারি প্রতিষ্ঠান থেকে বেতন, ভাতা নেওয়া ও সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা। ধৃত শামসুল ইসলাম নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগকারী তিন তৃণমূল সদস্যের অভিযোগ, প্রধান গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। বাড়ির আশপাশে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রধানের অনুগামীরা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান-ঘনিষ্ঠরা। গ্রেফতারের প্রতিবাদে আজ সকালে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগ দাউদপুরের তৃণমূল প্রধান সমবায় ব্যাঙ্কে চাকরি করেও প্রধান হিসেবে বছরের পর বছর ভাতা নেওয়া ও সরকারি প্রকল্পের কোটি টাকা আত্মসাত করেছে। বিডিও-র অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রধানকে গ্রেফতার করে পুলিশ।