গরু পাচার-কাণ্ডে বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
গরু পাচার-কাণ্ডে বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি

নিজস্ব সংবাদদাতাঃ সিবিআইয়ের পর এবার গরু পাচার-কাণ্ডে সাসপেন্ডেড বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি। সূত্রের খবর, দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব করা হয় সাসপেন্ডেড বিএসএফ আধিকারিককে। ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সতীশ কুমারকে। ইডি-র অভিযোগ, গরু পাচারকারীদের কাছ থেকে ১২ কোটি টাকা নেন সতীশ কুমার। জিজ্ঞাসাবাদের সময় ভুল তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করা ও বয়ানে অসঙ্গতি থাকারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আজই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হবে সাসপেন্ডেড বিএসএফ কমান্ড্যান্টকে। সূত্রের খবর, রিমান্ডে নিয়ে জেরা করার আবেদন জানাবে ইডি।