ফের দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড গড়ল বাংলাদেশ

author-image
Harmeet
New Update
ফের দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড গড়ল বাংলাদেশ

হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে করোনা মহামারি পরিস্থিতির আরো  অবনতি হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাংলাদেশে রেকর্ডের পর রেকর্ড গড়ছে। প্রতিদিনই রেকর্ড সংখ্যক মৃত্যুর হচ্ছে। গত ৫ দিন ধরে চলমান কঠোর লকডাউনের মধ্যেও বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি বিবেচনা করে চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়িয়েছে বাংলাদেশ সরকার।  এর সপ্তাহখানেক পর আসছে ইদ। তবে কিছুটা শিথিল হলেও এবারের ইদেও লকডাউন বহাল থাকবে বলে আভাস দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে  করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউন মানাতে ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। 





ঢাকার বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তারা লোক চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। ঢাকায় লকডাউন বাস্তবায়নে কাজ করছেন ১০৬ জন ম্যাজিস্ট্রেট। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা লকডাউন বাস্তবায়নে ঢাকার বিভিন্ন সড়কে কাজ করছেন। জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তাকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছেন আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার রাস্তায় গণপরিবহন চলছে না। চলছে ব্যক্তিগত, অফিসের গাড়ি। রিকশা চালু আছে। অনেকেই গন্তব্যে যাচ্ছেন পায়ে হেঁটে।