আফগানিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৩

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আফগানিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৩

নিজস্ব সংবাদদাতাঃ তালিবরাজে ফের রক্তাক্ত আফগানিস্তান। শুক্রবার উত্তর আফগানিস্তানের একটি মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ ঘটে। একাধিক শিশু সহ মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে বুধবারও উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের দুটি মসজিদে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়। ইতিমধ্যেই ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে আইসিস গোষ্ঠী। এই হামলার একদিন পরই ফের একবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। তালিবানের মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ টুইট করে জানান, "শুক্রবার কুন্দুজের উত্তর অংশে একটি মসজিদে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে শিশু সহ ৩৩ জন মারা গিয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৪৩ জন। তালিব সরকারের তরফে এই হামলার তীব্র নিন্দা করা হয়েছে এবং নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।"