নিজস্ব সংবাদদাতাঃ চিনের সনাতন ধর্মবিশ্বাসেও সুগন্ধের সঙ্গে যৌন আকর্ষণের গভীর যোগাযোগের সূত্রকে মান্যতা দেওয়া হত এবং সে কারণেই সে দেশের পারফিউমে ভ্যানিলার ব্যবহার ছিল চোখে পড়ার মতো। 1898 সালে প্রকাশিত বই ‘কিংস আমেরিকান ডিসপেনসেটরি’তে যৌন আকর্ষণ বাড়ানোর কাজে ভ্যানিলার নির্যাসের গুরুত্বের কথা মেনে নিয়েছেন দুই লেখক হার্ভে উইকস ফেল্টার এবং জন উরি লয়েড। ভ্যানিলার মিষ্টি গন্ধ একাধারে আমাদের চেতনাকে প্রচন্ড আনন্দিত করে এবং সেই সঙ্গে রিল্যাক্স করতেও সাহায্য করে।