নিজস্ব সংবাদদাতাঃ হেলেমেট পরে বাইক চালানো নিয়ে পুলিশ-জনতা ধরপাকড় লেগেই থাকে। বাইক চালানোর সময় হেলেমেট যে কতটা জরুরি তা জেনেও অনেকেই হেলমেট পরেন না। এবারে হেলমেট নিয়ে আরও কড়া অবস্থানের কথা ঘোষণা করল পশ্চিমের সৈকত রাজ্য। গোয়া পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আইএসআই চিহ্ন ছাড়া অন্য কোনও হেলমেট পরে বাইক চালালে ধরে নেওয়া হবে আরোহীর মাথায় হেলমেট নেই। চলতি সপ্তাহেই গোয়া ট্রাফিক পুলিশের সুপার শেখর প্রভুদেশাইয়ের পক্ষ থেকে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, নন-আইএসআই হেলমেট রাজ্যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে।