ভয়াবহ সড়ক দুর্ঘটনা বেলপাহাড়িতে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভয়াবহ সড়ক দুর্ঘটনা বেলপাহাড়িতে

নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ বেলপাহাড়িতে একটি বাছুরকে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা মারল সরকারি বাস। এরফলে আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার মাজুগোড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, পুরুলিয়ার বান্দোয়ান থেকে সরকারি বাসটি দুর্গাপুর যাচ্ছিল। সেই সময় বেলপাহাড়ি থানার মাজুগোড়া এলাকায় বাসের সামনে হঠাৎ একটি বাছুর চলে আসে। সেই বাছুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চালক রাস্তার ধারে থাকা একটি গাছে বাসটিকে নিয়ে ধাক্কা মারে। যার ফলে দুর্ঘটনাটি ঘটে। তবে অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই বাসের চালক। বাসে থাকা বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনাস্থলেই বাছুরটির মৃত্যু হয়েছে বলে জানা যায়। ওই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে বাস দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করে পুলিশ। তবে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বাসের যাত্রীরা। ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে বেলপাহাড়ি থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাসে থাকা যাত্রীদের অন্য বাসে করে তাদের গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করে। তবে বাসে থাকা যাত্রীরা ওই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। আহত বাস যাত্রীরা সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।