পিংলার ধর্ষণেও মহিলা আইপিএসের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ হাইকোর্টের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পিংলার ধর্ষণেও মহিলা আইপিএসের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতাঃ এবার পিংলার ধর্ষণের মামলাতেও মহিলা আইপিএসের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আইপিএস পারুলকুশ জৈনের নেতৃত্বে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। তদন্ত প্রক্রিয়া চলবে আদালতের নজরদারিতেই। আগামী ২ মে তদন্তের রিপোর্ট দিতে হবে সব ঘটনার। উল্লেখ্য, প্রায় তিন মাস কম্পালসরি ওয়েটিং-এ রয়েছেন ডিআইজি পারুলকুশ জৈন। এবার তাঁর তত্ত্বাবধানেই হবে পিংলার ধর্ষণের তদন্ত। এছাড়া শান্তিনিকেতন, ময়নাগুড়ি, নেত্রা সহ সব ধর্ষণ মামলাতেই ২ মে তদন্তে অগ্রগতির রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।