নিজস্ব সংবাদদাতা : কর্ণাটকে হিজাব বিতর্কের ঝড় এখনও থামেনি পুরোপুরি। একই মাঝে আশঙ্কা বাড়াচ্ছে কর্ণাটকের বিজেপি নেতার বক্তব্য। ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক যশপাল সুবর্ণ শুক্রবার বলছেন যে ভবিষ্যতে হিজাব শুধু কলেজে নয়, পাবলিক প্লেসেও নিষিদ্ধ করা হবে। এটিকে ইউরোপে একটি বড় ইস্যু আখ্যা দিয়ে সুবর্ণা বলেন, একবার হিজাব নিষিদ্ধ হলে তা বিশ্বে একটি ভালো বার্তা দেবে। “আগামী দিনগুলিতে, শুধুমাত্র কলেজ নয়, এমনকি পাবলিক প্লেসেও হিজাব নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় দেশগুলি এটি নিয়ে চিন্তাভাবনা করছে এবং আমরা যারা ‘হিন্দু রাষ্ট্রের’ স্বপ্ন দেখছি তাদের অবশ্যই এটি বাস্তবায়ন করতে হবে।”