নামখানা ধর্ষণ কাণ্ডেও দময়ন্তীকে দায়িত্ব দিল হাই কোর্ট

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নামখানা ধর্ষণ কাণ্ডেও দময়ন্তীকে দায়িত্ব দিল হাই কোর্ট

নিজস্ব সংবাদদাতাঃ নামখানা ধর্ষণ কাণ্ডের তদন্তভারও দেওয়া হল আইপিএস অফিসার দময়ন্তী সেনের হাতে। এর আগে রাজ্যের চারটি ধর্ষণ কাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে দময়ন্তীকে। কলকাতা হাই কোর্ট জানিয়েছে, নামখানা ধর্ষণের তদন্তভার দময়ন্তী নিতে না চাইলে এই মামলাটি সিবিআইকে দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে। গত ৮ এপ্রিল রাতে নামখানায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে চার দুষ্কৃতীর বিরুদ্ধে। রাত ৩টে নাগাদ ওই গৃহবধূ বাড়ি থেকে বেরিয়ে শৌচালয়ে যাওয়ার পথে আক্রান্ত হন। গণধর্ষণের পর তাঁর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টাও করে দুষ্কৃতীরা। কিন্তু বাড়ির লোক টের পাওয়ায় তিনি বেঁচে যান। নামখানার ওই গৃহবধূ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের অভিযোগ, রাতে যারা ওই গৃহবধূকে নির্যাতন করে, তারা শাসক দল তৃণমূলের সদস্য। ঘটনায় গ্রেফতারও করা হয় দু’জনকে। এবার ঘটনাটির তদন্তভার দেওয়া হল দময়ন্তীকে। এই নিয়ে রাজ্যের পাঁচটি ধর্ষণের ঘটনার তদন্তের নজরদারির দায়িত্ব পেলেন দময়ন্তী।