বাস ধর্মঘটে দুর্ভোগ নিত্য যাত্রীদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বাস ধর্মঘটে দুর্ভোগ নিত্য যাত্রীদের

নিজস্ব সংবাদদাতা : বেতনের সমস্যায় ধর্মঘটের পথে হাঁটল বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (BEST)। শুক্রবার আচমকাই ১৭০টিরও বেশি মিনিবাস রাস্তায় নামেনি। বাস না চলায় সমস্যায় পড়তে হয়েছে নিত্য যাত্রীদের। লোকাল ট্রেনের পর বেস্ট আন্ডারটেকেন বাস পরিষেবাই হল মুম্বইয়ের দ্বিতীয় বৃহত্তম ট্রান্সপোর্ট। সাড়ে তিন হাজার বাসে ৩০ লাখেরও বেশি যাত্রী চলাচল করে।

বেস্টের এক কর্মকর্তা জানান, "বেতন না দেওয়ায় উত্তেজিত, বেস্টের বেসরকারী ঠিকাদার সংস্থা এমপি গ্রুপের কর্মীরা বাসগুলি পরিচালনা করতে অস্বীকার করেছিল এবং ফলস্বরূপ, ভিক্রোলি, ওয়াদালা এবং বান্দ্রা ডিপো থেকে ১৭৫টি মিনিবাস চলাচল করেনি"৷ শুক্রবার আকস্মিক ধর্মঘটের কারণে অনেক যাত্রীই অসুবিধায় পড়েছেন। এই অসুবিধার মধ্যে ছিল কেইএম এবং টাটা হাসপাতালে আসা রোগীরা, যারা পারেল এবং দাদারে শহরতলির ট্রেন থেকে নামার পরে মিনিবাসে করে যাতায়াত করেন।"মানুষের অসুবিধা কমানোর জন্য, বেস্ট অন্যান্য ডিপো থেকে বাসগুলি সরিয়েছে এবং অন্যান্য ডিপো থেকে ৮৬ টি নিজস্ব বাসও পরিচালনা করেছে," বেস্টের মুখপাত্র মনোজ ভারাদে জানিয়েছেন। তিনি এও বলেন যে চুক্তি লঙ্ঘনের জন্য বেসরকারী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷