বাড়ির পাশ থেকে ভয়ঙ্কর অবস্থায় উদ্ধার নাবালিকার দেহ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বাড়ির পাশ থেকে ভয়ঙ্কর অবস্থায় উদ্ধার নাবালিকার দেহ

নিজস্ব সংবাদদাতাঃ ঘরে মেয়ে ঘুমিয়ে রয়েছে, এমনটাই জানতেন বাড়ির সবাই। কিন্তু সকালে ঘরে যেতেই দেখলেন, মেয়ের দেখা নেই। খোঁজ করতে বেরবেন, এমন সময়ই নজরে এল ঘরের পাশ থেকে গড়িয়ে আসছে রক্ত। পিছনে যেতেই দেখতে পেলেন ঘরের পাশেই পড়ে রয়েছে দেহ, রক্তে ভেসে যাচ্ছে গোটা চত্বর। ঘরের পাশ থেকেই গলা কাটা অবস্থায় উদ্ধার করা হল এক কিশোরীর দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হরদোইয়ে। মৃতদেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে একটি রক্তমাখা ছুরি। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, মৃতা কিশোরীর কোনও পরিচিত ব্যক্তিই খুন করেছেন। সম্মান রক্ষার্থে খুন করা হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। হরদোইয়ের পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানান, বৃহস্পতিবার রাতেই ১৭ বছরের ওই কিশোরীকে খুন করা হয়েছে। তাঁর গলা কেটে খুন করা হয়েছে। জানা গিয়েছে, মৃতা কিশোরীর নাম গোল্ডি। হরদোইয়ের জাখওয়া গ্রামের বাসিন্দা তারা। তাঁর বাবা দেশরাজ গ্রামে বেশ পরিচিত। গতকাল রাতে দেহ উদ্ধারের পরই গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেহ উদ্ধারের পর, মৃতার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বিশেষ কোনও তথ্য জানা যায়নি।