নিজস্ব সংবাদদাতাঃ দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে দুদিনের ভারত সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার তিনি গুজরাটে পৌঁছান। সেখানে তিনি সবরমতী আশ্রমে যান। শুক্রবার তিনি দিল্লিতে এসে পৌঁছেছেন। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে যান কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। আজ সকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন প্রথমেই রাষ্ট্রপতি ভবনে যান একটি অনুষ্ঠানে যোগ দিতে। এরপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।