মেমারিতে মিশন অ্যাকাডেমির হোস্টেলে ঢুকে বহিরাগতদের তাণ্ডব

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মেমারিতে মিশন অ্যাকাডেমির হোস্টেলে ঢুকে বহিরাগতদের তাণ্ডব

নিজস্ব সংবাদদাতাঃ আজ, শুক্রবার উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগের রাতে হোস্টেলে ঢুকে পরীক্ষার্থীদের লাঠি, লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। এমনকি স্কুলেও চলে বেপরোয়া ভাঙচুর। এই গোটা বিষয়টির নেতৃত্বে ছিলেন এক ‘স্যর’, তিনি হোস্টেলের সুপার। অভিযোগ ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মেমারিতে। বৃহস্পতিবার রাতে স্কুলেরই সুপারিটেনডেন্টের নেতৃত্বে বহিরাগতরা ঢুকে পড়ুয়াদের মারধর করে বলে অভিযোগ। তাঁদের লাঠি, রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ছাত্রদের । ঘটনায় আহত হয়েছে ১৫-২০ জন পড়ুয়া। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। তাঁদের মধ্যে অনেকেরই আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। মেমারি দুর্গাডাঙায় আল আমিন মিশনের ঘটনা।