নিজস্ব সংবাদদাতাঃ রাজধানীতে ক্রমশ বাড়ছে করোনা। কীভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ আনা যাবে, তা নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে দিল্লি সরকার। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরার নিয়ম। এবার সংক্রমণ রুখতে আরও এক ধাপ এগোল দিল্লি সরকার। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে করোনার প্রিকশন ডোজ দেওয়ার ঘোষণা করা হল। বৃহস্পতিবারই রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য সরকারি হাসপাতালে বিনামূল্যে প্রিকশন ডোজ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সম্প্রতিই রাজ্যে যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।কেজরিওয়াল সরকারের স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, উর্ধ্বমুখী করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে, সমস্ত দিল্লিবাসীকে প্রিকশন ডোজের সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১৮ থেকে ৫৯ বছর বয়সীরা সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে করোনা টিকার প্রিকশন ডোজ নিতে পারবেন। ইতিমধ্যেই কো-উইন প্ল্যাটফর্মেও প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়েছে। ১৮ থেকে ৫৯ বছর বয়সীরা অনলাইনে নাম নথিভুক্ত করে বা সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে প্রিকশন ডোজ নিতে পারবেন।