নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দিগারবাঁধ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, যে ওই এলাকায় রাস্তা দিয়ে একটি মারুতি গাড়ি নিয়ে হাড়িভাঙ্গার দিকে যাচ্ছিলেন গাড়ির চালক। সেই সময় আচমকা ওই এলাকায় চলে আসে প্রায় ৪০ টি দাঁতাল হাতি। সেই সময় হাতির দলের সামনে পড়ে যান তিনি। কোনমতে গাড়ি ফেলে ছুটে প্রাণে বাঁচেন তিনি। তবে হাতির দল গাড়িটি ভেঙে তছনছ করে। স্থানীয় বাসিন্দারা গাড়ির চালককে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের কর্মীরা। তারা হাতির দলের গতিবিধির ওপর নজরদারি শুরু করেছে। গ্রামবাসীদের আশঙ্কা রাতভর তাণ্ডব চালাতে পারে ওই ৪০ টি হাতি। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাতির যাত্রা পথে বাধা দিতে নিষেধ করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বন দফতরের কর্মীরা ও হুলা পার্টির সদস্যরা।