জঙ্গলমহলে মেয়েদের স্কুলে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিনের উদ্বোধন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জঙ্গলমহলে মেয়েদের স্কুলে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিনের উদ্বোধন


দিগবিজয় মাহালি,ঝাড়গ্রামঃ বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী অঞ্চলের রোহিনী গার্লস স্কুলে এই স্বয়ংক্রিয় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাঁকরাইলের বিডিও রথীন বিশ্বাস, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ্য তথা ব্লক তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউৎ সহ অন্যান্যরা। কমলকান্ত রাউৎ বলেন, 'এইরকম মেশিন প্রতিটা গার্লস স্কুলে একটি করে বসাতে হবে। সাঁকরাইল ব্লক আগামীদিনে জেলার সমস্ত বালিকা বিদ্যালয়গুলিকে পথ দেখাবে। আমরা যথা সম্ভব চেষ্টা করবো যাতে সাঁকরাইল ব্লকের প্রতিটা বালিকা বিদ্যালয়ে অত্যাধুনিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো যায়। ইতিমধ্যে বেশ কয়েকটি বালিকা বিদ্যালয়ে বসানো হয়েছে।' আগামীদিনে সবকটি বালিকা বিদ্যালয়ে এই মেশিন বসানো হবে বলে তিনি জানান।