সূর্যাস্তের পর লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সূর্যাস্তের পর লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদী

নিজস্ব সংবাদদাতাঃ  বৃহস্পতিবার সূর্যাস্তের পর লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবম শিখ গুরু তেগ বাহাদুরের ৪০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লির লালকেল্লায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই এদিন উপস্থিত থাকবেন মোদী। রাত ৯:৩০ নাগাদ তিনি এই লালকেল্লা থেকে জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে। গতকাল টুইট করে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তিনি নিজে জানিয়েছেন। বুধবার টুইটে তিনি লিখেছেন, “২১ এপ্রিল রাত ৯:১৫ মিনিটে আমি শ্রী গুরু তেগ বাহাদুর জির ৪০০ তম পারকাশ পুরব অনুষ্ঠানে যোগ দেব। এই অনুষ্ঠান হবে লালকেল্লায়। একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিটও প্রকাশ করা হবে এদিন।” সূত্রের খবর, এদিন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শান্তি রক্ষার উপর ফোকাস রেখেই বার্তা দেবেন মোদী। মোদীর ভাষণের আগে ৪০০ জন শিখ গায়ক ‘শাবাদ কীর্তন’ গাইবেন। এই দু’দিনের অনুষ্ঠানের জন্য লালকেল্লাকে বেছে নেওয়ার পিছনে অবশ্য কয়েকটি কারণ রয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, প্রথমত, এই লালকেল্লা থেকেই মুঘল সম্রাট ঔরঙ্গজেব ১৬৭৫ সালে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। দ্বিতীয়ত, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন এই লালকেল্লার মঞ্চ থেকেই জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। তাই দেশের সকল জনগণের উদ্দেশে ধর্মীয় সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার জন্য এটি যথাযথ স্থান বলে বিবেচিত।