নিজস্ব সংবাদদাতাঃ উইম্বলডনে খেলতে পারবেন না রাশিয়া ও বেলারুশের টেনিস প্লেয়াররা। অল ইংল্যান্ড ক্লাবের এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারছেন না নোভাক জকোভিচের মতো তারকা প্লেয়ার। ইউক্রেনের উপর রাশিয়ার হামলার জেরে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এর ফলে ২৭ জুন থেকে ১০ জুলাই উইম্বলডনে নামতে পারবেন না ছেলেদের টেনিসে দু’নম্বর প্লেয়ার দানিল মেদভেদেভ ও মেয়েদের টেনিসের চার নম্বর প্লেয়ার আরিনা সাবালেঙ্কা। যুদ্ধের কারণে এমন সিদ্ধান্ত যে প্লেয়ারদের কেরিয়ারে প্রভাব ফেলছে, তা ভালোই বুঝতে পারছেন জোকার। সেই কারণেই তিনি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তাঁর সোজা মন্তব্য, দেশিয় রাজনীতির সঙ্গে প্লেয়ারদের কোনও যোগ নেই। তাঁদের নির্বাসিত করার কোনও মানে হয় না। জোকার বলেন, ‘আমি সব সময় যুদ্ধের বিরুদ্ধে। ছেলেবেলা থেকে কোনও দিন যুদ্ধকে সমর্থন করিনি। এর জন্য আবেগ কতটা ধাক্কা খায়, খুব ভালো করে জানি। ১৯৯৯ সালে সার্বিয়ায় কী হয়েছিল, আমরা সবাই জানি। বারবার যুদ্ধের মতো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের। তারপরও বলব, আমি উইম্বলডনের সিদ্ধান্ত কোনও ভাবেই মেনে নিতে পারছি না। পাগলামি ছাড়া আর কিছু বলার নেই। রাজনীতি যখন খেলায় ঢুকে পড়ে, ফল যে ভালো হয় না, তা নিয়ে কোনও সন্দেহ নেই।’