হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের শ্রমিক নগরে বিজেপির বুথ সভাপতি রাজা সরকারের বাবা রামপ্রসাদ সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীতে বিজেপির বুথ সভাপতির বাড়িতে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু এই তিনজন শুধু নয় এর পেছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র। বিজেপির বুথ সভাপতির বাবাকে খুনের পর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে।" তিনি আরও অভিযোগ করে বলেন, "যেভাবে রাজ্যে একের পর এক বিজেপি কর্মীরা খুন হচ্ছে তাতে বোঝা যাচ্ছে আইনের শাসন নেই এই রাজ্যে। পশ্চিমবঙ্গে যতদিন না পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে ততদিন পর্যন্ত এই ভয়ঙ্কর অবস্থা থাকবে। যারা খুন করেছে বুথ সভাপতির বাবাকে তারা তৃণমূল কাউন্সিলরের খুব ঘনিষ্ঠ। পুলিশ প্রশাসন যদি না পারে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে তাহলে ছেড়ে দিক, প্রয়োজনে সিবিআই তদন্তের জন্য আদালতে যাব।"