নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ বিস্ফোরণ তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুরসাতে। বৃহস্পতিবার কারারক্ষীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণ ঘটে। এরফলে মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন ১৩ জন। বৃহস্পতিবার তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা একথা জানিয়েছেন। তিনি বলেন, "বুরসায় ঘটে যাওয়া বিস্ফোরণের ফলে, ১ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন।"