রাহুল পাসোয়ান, আসানসোলঃ বৃহস্পতিবার ঝাড়খণ্ডের চিরকুন্দা থানার ডুমরিজোড় এলাকায় হঠাৎ রাস্তা ধসে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে উক্ত এলাকায় প্রায় ১৫ থেকে ২০ ফুট ব্যাসার্ধের রাস্তা ধসে যায়। গভীরতা প্রায় ৪০ ফুট। ধসের কারণে বিচ্ছিন্ন হয়ে যায় আশপাশের এলাকা। ঘটনার খবর পেয়ে ছুটে যায় স্থানীয় পুলিশ প্রশাসন। স্থানীয় পুলিশ আধিকারিক জিতেন্দ্র কুমারের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ ডুমরিজোড় এলাকার বিভিন্ন জায়গায় ব্যাপক ভাবে অবৈধ কয়লা খননের কারণে মাটির নিচ ফাঁকা হয়ে গেছে। প্রশাসন লোক দেখানো অবৈধ কয়লাখনি বন্ধ করলেও পরে আবার তা শুরু হয়ে যায়। এলাকার খনি কর্তৃপক্ষ বা পুলিশের এবিষয়ে কোনো হুঁশ নেই। প্রসঙ্গত, ডুমরিজোড় এলাকার অদূরেই কিছুদিন আগে অবৈধ কয়লা খননের কারণে মাটি ধসে মৃত্যু হয়েছিল ১১ জনের। এবারের ঘটনায় কোনও মৃত্যুর খবর না থাকলেও যে কোনও মুহূর্তে গোটা গ্রাম মাটির নিচে চলে যেতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।